Clicky

বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়

বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়

চট্টগ্রামের বহদ্দারহাটে র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের নিজ কার্যালয় থেকে পলাশ সাহা (৩৭) নামে এক র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পের তৃতীয় তলায় তার অফিস কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা পলাশ সাহা র‍্যাব-৭ এ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা।


র‍্যাব সূত্র জানিয়েছে, অভিযানের প্রস্তুতির সময় তিনি অস্ত্র ইস্যু করে নিজ অফিস রুমে ঢোকেন। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে অন্য সদস্যরা তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। তার ইস্যুকৃত পিস্তলটি পড়ে ছিল এবং টেবিলে একটি চিরকুট পাওয়া চিরকুটে লেখা ছিল:

"আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করেপাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি উদ্ধার করা হয়েছে, ঘটনাস্থলে পাওয়া চিরকুটে পারিবারিক দিক উঠে এসেছে। আমরা তদন্ত করছি।র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’