Clicky

বাংলা নিউজ, বাংলা সংবাদ, সর্বশেষ সংবাদ,

Ekattor TV | ভারতে এই মুহূর্তে পরিস্থিতি ! আইপিএল বন্ধ

imageচণ্ডিগড় ও গুরুদুয়ারায় সতর্কতা, ঘরে থাকার পরামর্শ

পাকিস্তানের সম্ভাব্য আক্রমণের সতর্কবার্তা হিসেবে চণ্ডিগড়ে প্রায় এক ঘণ্টা ধরে সাইরেন বাজানো হয়েছে। ইতিমধ্যে বিমান বাহিনীর পক্ষ থেকে আকাশ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি চণ্ডিগড়ের বাসিন্দাদের ঘরে ভেতরে থাকতে এবং বরান্দা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। খবর এনডিটিভি ও ইন্ডিয়াটুডের image সর্বশেষ,,,,

এবার ভারতে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের

ভারতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। রাতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারত নিয়ন্ত্রিত জম্মুতে। পাশাপাশি পঞ্জাব, রাজস্থানের বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা ঠেকাতে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।image সর্বশেষ,,,,


আমরাও চুড়ি পরে নেই - খাজা আসিফ.

রাতের আঁধারে পাকিস্তান ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান মোট ৯‌ স্থানে আঘাত হানার দাবি করে ভারতীয় বাহিনী। আবার পাকিস্তান সেনা দাবি করেছে, ছয় স্থানে ২৪টি আঘাত হানা হয়েছে। এসব আঘাতে আটজন শহীদ হয়েছে, আহত ৩৫ জন।image সর্বশেষ,,,,



ভারতকে জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান

পাকিস্তান ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে ভারতের পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ এর যথাযথ জবাব দেয়ার কঠোর হুশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান জানিয়েছে, কখন কোথায় ও কিভাবে জবাব দেয়া হবে, সেজন্য সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। তারাই এনিয়ে পরিকল্পনা চূড়ান্ত করবে। image সর্বশেষ,,,,


অপারেশন সিঁদুরের নেতৃত্বে দুই নারী

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে হামলা করেছে ভারত। দেশেটির দাবি, হামলার লক্ষ্যবস্তুগুলো শুধুই সন্ত্রাসীদের আস্তান। ওই হামলায় এখন পর্যন্ত ৯ জন নিহতের দাবি করেছে পাকিস্তান। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার দাবি করেছেন,অপারেশন সিন্দুরের পরিবারের ১০ সদস্য এবং তার চার সহযোগী নিহত হয়েছেন। আর ভারতের দাবি ৭০ জন সন্ত্রাসী এখন পর্যন্ত নিহত হয়েছেন।image সর্বশেষ,,,,


‘আবদুল হামিদের দেশ ছাড়ায় জড়িতদের শাস্তি দিতে না পারলে পদত্যাগ করবো’

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে দেশ ছাড়তে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার সর্বশেষ,,,,

image